শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মিয়ানমার সংকট: আজ নিরাপত্তা পরিষদের বৈঠক

আপডেট : ০৫ মার্চ ২০২১, ১৮:৩৮

রক্তবন্যার মধ্যেই মিয়ানমারে চলছে বিক্ষোভ। আজ শুক্রবারও (৫ মার্চ) আন্দোলনকারীদের ওপর গুলি চালিয়েছে দেশটির পুলিশ। এতে এখন পর্যন্ত একজন নিহত হয়েছেন, আর ১ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা ৫৫ ছাড়িয়েছে। 

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, মিয়ানমারের পরিস্থিতি নিয়ে শুক্রবার বৈঠকে বসবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। বাণিজ্য নিষেধাজ্ঞাসহ অন্যান্য অবরোধ আরোপের লক্ষ্য সামনে রেখেই এ বৈঠক অনুষ্ঠিত হবে। অন্যদিকে মিয়ানমারের অন্যতম বড় শহর আন্দোলনকারী-পুলিশের সংঘর্ষে কমপক্ষে ১০০ জন আহত হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এখানেই আজ একজন নিহত হন।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান মিশেল বাচেলেট জানিয়েছেন, মিয়ানমারে কমপক্ষে ১১০০ মানুষকে আটক করা হয়েছে। এর মধ্যে ২৯ জন সাংবাদিকও রয়েছেন। প্রকাশিত খবরে বলা হয়েছে, বিদেশী মিশনে ১০০ জনেরও বেশি মিয়ানমার কূটনীতিকরা গণতন্ত্রপন্থী প্রচারের পক্ষে তাদের সমর্থন ঘোষণা করেছেন। ওয়াশিংটনে মিয়ানমারের দূতাবাস এখনও জান্তার প্রতিনিধিত্ব করছে কিনা তা স্পষ্ট নয়।

মিয়ানমারের সেনাবাহিনী গত ১ ফেব্রুয়ারি ক্ষমতা দখল করে জানায়, নভেম্বরের নির্বাচনে সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) -এর ভূমিধসের বিজয় প্রতারণামূলক ছিল। তবে নির্বাচন কমিশন বলেছে ভোট সুষ্ঠু ছিল।

ইত্তেফাক/এসএ