শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ভারতে পালিয়ে যাওয়া ৮ পুলিশকে ফেরত চায় মিয়ানমার

আপডেট : ০৭ মার্চ ২০২১, ০৬:৫১

সামরিক জান্তার আদেশ পালন এড়ানোর চেষ্টায় প্রতিবেশী ভারতে পালিয়ে যাওয়া বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে ফেরত চেয়েছে মিয়ানমারের কর্তৃপক্ষ। গত ১ ফেব্রুয়ারি মিয়ানামরের নির্বাচিত নেত্রী অং সান সু চিসহ ক্ষমতাসীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) নেতাদের গ্রেপ্তার করার পর দেশটির নিয়ন্ত্রণ নেয় সামরিক বাহিনী।

সেনা শাসনের বিরুদ্ধে মিয়ানমারের বিভিন্ন শহরে গত কয়েক সপ্তাহ ধরে প্রতিদিনই বিক্ষোভ, ধর্মঘটসহ নানান কর্মসূচি হচ্ছে। বিক্ষোভ দমাতে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থানের মধ্যে শুক্রবার পর্যন্ত পঞ্চাশ জনেরও বেশি নিহত হয়েছেন বলে তথ্য দিয়েছে জাতিসংঘ। সমপ্রতি মিয়ানমার পুলিশের প্রায় ৩০ জন সদস্য পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে সীমান্ত পার হয়ে ভারতে গিয়ে আশ্রয় প্রার্থনা করেন। এদের মধ্যে তিনজন গত বুধবার স্থানীয় সময় বিকালে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামের মিয়ানমার সীমান্তবর্তী সেরচিপ জেলা দিয়ে ভারতে প্রবেশ করেন। তারা বলেছে, তারা সামরিক শাসকদের কাছ থেকে নির্দেশ পাচ্ছিল, যা তারা মানতে পারবেন না। তাই তারা পালিয়েছেন। চাম্পাইয়ের ডেপুটি কমিশনার (ডিসি) মারিয়া সি. টি. জুয়ালি শনিবার রয়টার্সকে জানিয়েছেন, মিয়ানমারের ফালাম জেলার ডিসির তার কাছে একটি চিঠি পাঠিয়ে আট পুলিশকে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়েছেন।

ইত্তেফাক/টিআর