শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ব্রিটিশ রাজপরিবারের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ মেগানের

আপডেট : ০৮ মার্চ ২০২১, ১৫:৫২

ব্রিটিশ রাজপরিবারে বর্ণবাদের শিকার হয়েছেন বলে অভিযোগ তুলেছেন প্রিন্স হ্যারির স্ত্রী মেগান মার্কেল। সোমবার (৮ মার্চ) দুপুরে বিবিসির এক সাক্ষাৎকারে এ অভিযোগ করেন তিনি। মেগান বলেন, আমি আফ্রিকান বংশোদ্ভূত আমেরিকান দেখেই এমন আচরণ করেছিল ব্রিটিশ রাজপরিবার। এ রিপোর্ট লেখা পর্যন্ত হ্যারি ও মেগানের যৌথ সাক্ষাৎকারটি বিবিসিতে চলছিল।

মেগান বলেন, আমার ছেলের গায়ের রঙ কি হবে তা নিয়ে রাজপরিবারের লোকজন উদ্বিগ্ন ছিল। আমার ছেলেকে রাজকীয় নিরাপত্তা এবং উপাধি দেওয়া হবে না, এমন কথাবার্তা চলছিল চারপাশে। এই রাজবধূ বর্ণবাদের পাশাপাশি মানসিক পীড়নের অভিযোগও করেন রাজপরিবারের বিরুদ্ধে। পীড়ন সহ্য করতে না পেরে আত্মহত্যাপ্রবণ হয়ে ওঠার কথাও স্বীকার করেছেন মেগান মার্কেল।

 

সাক্ষাৎকারে নিজেদের আর্থিক অবস্থা নিয়েও খোলামেলা কথা বলছেন এই রাজ দম্পতি। প্রিন্স হ্যারি জানিয়েছেন, রাজপ্রাসাদ ত্যাগ করার সিদ্ধান্ত নেওয়ার পর থেকে তাকে আর অর্থনৈতিক সুবিধা দেওয়া হচ্ছে না। তাই বাধ্য হয়েই নেটফ্লিক্স ও অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে আয় বাড়ানোর চেষ্টা করছেন তিনি।

ইত্তেফাক/এসএ