শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ইহুদি দম্পতির গায়ে দুর্গন্ধ, নামিয়ে দেয়া হলো বিমান থেকে

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ১৮:৩৮

শরীরে দুর্গন্ধ থাকায় এক ইহুদি দম্পতিকে ফ্লাইট থেকে নামিয়ে দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের মিশিগানে আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমান থেকে ইয়োসি এডলার ও জেনি নামে ওই দম্পতিকে নামিয়ে দেয়া হয়। ওয়াশিংটন পোস্ট।

তবে এডলারের দাবি, ইহুদি হওয়ার কারণেই যাত্রীদের অভিযোগের ভিত্তিতে তাদের নামিয়ে দেয়া হয়েছে। তিনি বলেন, ‘জীবনে কেউ কখনও বলেনি আমার শরীর থেকে দুর্গন্ধ বেরুচ্ছে।’

এ ঘটনায় বিশ্বজুড়ে চলছে তুমুল বিতর্ক। মার্কিন সংবাদমাধ্যম জানায়, ১৯ মাসবয়সী মেয়েসহ বিমানে ওঠার পর অন্যান্য যাত্রী এবং ক্রু সদস্যরা এয়ারলাইন্স কর্তৃপক্ষের কাছে দুর্গন্ধের একটি অভিযোগ দেন। তখন এয়ারলাইন্স কর্মকর্তারা ওই দম্পতিকে বিমান থেকে নেমে যেতে বলেন।

আরও পড়ুনঃ শ্রীপুরে স্বামীকে ৬ টুকরা করে হত্যা, স্ত্রীসহ আটক ২

তবে শুক্রবার ওয়াশিংটন পোস্টকে এডলার বলেন, নামিয়ে দেয়ার কারণ জানতে চাইলে বিমান কর্তৃপক্ষ জানায়, শরীরের দুর্গন্ধের কারণেই আপনাদেরকে নামিয়ে দেওয়া হচ্ছে। আমরা মনে করি- এটি ইহুদি-বিদ্বেষ।

তিনি বলেন, ‘বিমানের এক ক্রুর সঙ্গে কথা বলেছি।  তিনি আমাকে বলেছেন, বিমানের মধ্যে দু’জন ইহুদী আছেন, যারা আমরা। আমরা মনে করি না আমাদের শরীরে দুর্গন্ধ ছিলো।’

ইত্তেফাক/টিএস