বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

দুর্নীতির মামলায় নেতানিয়াহুর বিচার পুনরায় শুরু

আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ০২:০৬

দুর্নীতির মামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিচার কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। সোমবার (৫ এপ্রিল) পূর্ব জেরুজালেম অবস্থিত দেশটির কেন্দ্রীয় আদালতে তার বিরুদ্ধে আনা অভিযোগের স্বাক্ষগ্রহণ শুরু হয়।

বার্তা সংস্থা আনাদোলুর বরাত দিয়ে মিডল ইস্ট মনিটরের খবরে বলা হয়েছে, শুনানিতে আদালত তিনটি মামলায় সাক্ষীদের কাছ থেকে স্বাক্ষ গ্রহণ করবেন। যেখানে জালিয়াতি, ঘুষ এবং বিশ্বাস লঙ্ঘনের অভিযোগের মুখোমুখি হবেন নেতানিয়াহু।

এদিকে, সোমবার শুনানি চলাকালে নেতানিয়াহুর সমর্থকরা আদালতের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন।

এর আগে ২০২০ সালের ২৪ মে ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আনা অভিযোগের প্রথম শুনানি অনুষ্ঠিত হয়। তারপরে চলতি বছরের ৮ ফেব্রুয়ারি পুনরায় শুরু হয়েছিল। কিন্তু ইসরায়েলের সাধারণ নির্বাচনের কারণে সেটি কিছুদিনের জন্য স্থগিত রাখা হয়। যা আবার শুরু হয়েছে।

জেরুজালেম পোস্ট জানিয়েছে, সোমবার শুনানির শুরুতে প্রসিকিউটর লিয়াত বেন আরি বলেন, নেতানিয়াহু তার ব্যক্তিগত স্বার্থকে আরো এগিয়ে নিতে কেন্দ্রীয় মিডিয়া সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে অবৈধ সুবিধা দেওয়ার জন্য ক্ষমতার অপব্যবহার করেছেন।

ইত্তেফাক/টিএ