শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

অস্ট্রেলিয়ার সাথে ট্রাভেল বাবল চালু করছে নিউজিল্যান্ড

আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ২০:১০

অস্ট্রেলিয়ার সাথে কোয়ারেন্টাইন মুক্ত ভ্রমনের অনুমোদন দিয়েছে নিউজিল্যান্ড। আগামী ১৮ এপ্রিল রাত থেকে ট্রান্স-টসমান ট্রাভেলের জন্য দ্বি-পথ বিশিষ্ট একটি করিডোর চালু করার কথা বলেছেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা অর্ডার্ন।

বার্তা সংস্থা এএফপি’র বরাতে জানা যায়, মঙ্গলবার(৬ এপ্রিল) অর্ডার্ন তার মন্ত্রীপরিষদে এ তারিখ নির্ধারণের পর বলেন, ‘দুই সপ্তাহের মধ্যে কোরেন্টাইন মুক্ত ভ্রমণ ব্যবস্থা চালু করা হবে বলে আমি তা নিশ্চিত করছি। সবকিছু ঠিক থাকলে আগামী ১৮ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিটে এ ট্রাভেল যাত্রা শুরু হবে।’

করোনা মহামারির সময় নিউজিল্যান্ডে ভ্রমণ-নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। ওই ঘোষণার ছয় মাস পর অস্ট্রেলিয়ার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল যে নিউজিল্যান্ডের নাগরিকেরা তাঁদের নির্দিষ্ট কিছু রাজ্যে কোয়ারেন্টাইন ছাড়াই ভ্রমণ করতে পারবেন।

এদিকে দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত করার নমুনা পরীক্ষায়, শনাক্ত ও মৃত্যুর সংখ্যা শূন্য। এ পর্যন্ত দেশটিতে ২ হাজার ১৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। আর করোনায় সংক্রমিত হয়ে মোট মারা গেছেন ২৬ জন।

ইত্তেফাক/এএইচপি