বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মিয়ানমারের রাজপথে আবারো ৫ জন নিহত

আপডেট : ০৭ এপ্রিল ২০২১, ১৭:০৫

গতকাল মিয়ানমারের রাজপথে চীনা পতাকা পোড়ানোর পর আজ জান্তা সরকারের গুলিতে দেশটিতে প্রাণ হারিয়েছেন অন্তত ৫ বিক্ষোভকারী। জান্তা সরকারের বিরুদ্ধে আজ বুধবার (৭ এপ্রিল) উত্তাল ছিলো মিয়ানমারের রাজপথ।

বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, স্থানীয় গণমাধ্যমগুলো প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে, সেখানে হতাহতের ঘটনা ঘটেছে ও বারবার গুলির শব্দ শোনা গেছে। মিজিমা ও ইরাবতী সংবাদমাধ্যম জানায়, পাঁচজন মারা গেছেন ও কয়েকজন আহত হয়েছেন।

দেশটির উত্তরপশ্চিমাঞ্চলের কেইল শহরের এক অধিবাসী বলেন, জান্তা সরকারবিরোধী এক বিক্ষোভে নিরাপত্তা বাহিনী গুলি চালিয়েছে। ওই অধিবাসী জানান, তাকে এক প্রত্যক্ষদর্শী এ তথ্য জানিয়েছেন যিনি পাঁচটি মরদেহের ছবি তুলেছেন।

এর আগে গতকাল, মিয়ানমারে সামরিক জান্তার বিরুদ্ধে এবার নতুন কর্মসূচি পালন করেছে বিক্ষোভকারীরা। ইয়াঙ্গুনে মার্কিন নিরাপত্তা কাউন্সিলের অধিবেশন চলা অবস্থায় দেশটির বিক্ষোভকারীরা চীনের বিরোধিতা করে চীনা পতাকা পুড়িয়ে প্রতিবাদ করেছে।

সংবাদ মাধ্যম ডেইলি টেলিগ্রাফের বরাতে জানা যায়, এ পর্যন্ত মিয়ানমারের জান্তা সরকারের প্রতিবাদকারীদের বিরুদ্ধে এ পর্যন্ত দু'টি বিবৃতি জারি করে সহিংসতার উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।

গত ফেব্রুয়ারিতে মিয়ানমারের সেনাবাহিনী অং সান সুচির নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলের পর থেকেই দেশটির সকল স্তরের জনগণ অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে। প্রায় প্রতিদিনই এসব বিক্ষোভে গুলি চালাচ্ছে দেশটির নিরাপত্তা বাহিনী। এখন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর গুলিতে ৫৮০ জন বিক্ষোভকারী মারা গেছেন।

ইত্তেফাক/এএইচপি