শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নরওয়েতে ডুবন্ত জাহাজ থেকে ১২ নাবিক উদ্ধার

আপডেট : ০৭ এপ্রিল ২০২১, ১৮:৪৫

উত্তাল সমুদ্রে জাহাজের ইঞ্জিনে বৈদ্যুতিক গোলযোগের কারণে  সাড়ে তিনশ, টন অপরিশোধিত তেল, ৫০ টন ডিজেল সহ ১২ জন নাবিক নিয়ে ডুবতে বসেছিল নেদারল্যান্ডসের একটি পণ্যবাহী জাহাজ। 

বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, জাহাজে ছিলেন ১২ জন নাবিক। তারা এসওএস পাঠান। কয়েকজন জাহাজ থেকে সমুদ্রে নেমে পড়েন।এসওএস দেখেই নরওয়ের কোস্ট গার্ড তৎপর হয়ে খোঁজ শুরু করে। হেলিকপ্টারও খোঁজে। দেখা মেলে পণ্যবাহী জাহাজের। সব নাবিককে উদ্ধার করে কোস্ট গার্ড। কোস্ট গার্ড জানিয়েছে, দেড় দিনের মধ্যে জাহাজটি তীরে নিয়ে আসা যাবে।

দেশিটির উপকূলীয় প্রশাসন জানিয়েছে, নরওয়ের একটি কোস্টগার্ড জাহাজ ওই অঞ্চলে নোঙ্গর করা আছে। উদ্ধারের পর এই জাহাজটি পুনরায় ব্যবহারের পরিকল্পনা করছেন নরওয়ের উপকূলীয় প্রশাসন।

ইত্তেফাক/এএইচপি