বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পরমাণু স্থাপনায় গোলযোগ: ইসরায়েলকে দোষী ভাবছে ইরান

আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ০৩:৪৫

ইরানের নাটানজ পরমাণু স্থাপনায় গোলযোগের ঘটনায় ইসরায়েলের দিকে অভিযোগের আঙুল তুলেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন, তার দেশ "প্রতিশোধ নেবে"। সোমবার (১২ এপ্রিল) এ খবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। 

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল এখনো কোনো মন্তব্য করেনি। তবে দেশটির পাবলিক রেডিও গোয়েন্দা সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, এটি মোসাদের সাইবার অপারেশন ছিল। তারা বলেছে, ইরানের রিপোর্টের চেয়ে হামলাটি আরও ব্যাপক ক্ষতি করেছে।

তেহরানের দক্ষিণাঞ্চলে নাটানজ পারমাণবিক কেন্দ্রে রবিবার হঠাৎ করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, যা স্পর্শকাতর এ সেক্টরের জন্য বিরল ঘটনা।  ইরান এটিকে সন্ত্রাসী হামলা হিসেবে ঘোষণা করেছে। 

এ ঘটনার একদিন আগে শনিবার ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি নাটানজ কেন্দ্রে নতুন সেন্ট্রিফিউজ উদ্বোধন করেন। সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদনে সেন্ট্রিফিউজ যন্ত্রটি কাজে লাগে। পরে ওই ইউরেনিয়াম ব্যবহার করে রিয়্যাক্টর ফুয়েল বা পরমাণু অস্ত্র তৈরি করা যায়। ইরান জানিয়েছে, ভূগর্ভে নতুন করে ১৫০ সেন্ট্রিফিউজ চালু করা হচ্ছে।

ইত্তেফাক/এসএ