বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নববর্ষের শুভেচ্ছা জানালেন বাইডেন

আপডেট : ১৪ এপ্রিল ২০২১, ১৩:২৫

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন বাঙালি ও বাংলাদেশের জনগণকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়েছেন। আজ বুধবার (১৪ এপ্রিল) মার্কিন প্রেসিডেন্টের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট থেকে শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করা হয়েছে।

টুইটে বাইডেন বলেন, দক্ষিণ এবং দক্ষিণপূর্ব এশিয়ার বিভিন্ন সম্প্রদায়ের যেসব মানুষ বৈশাখ, নবরাত্রি, সংক্রান্ত বা এ সপ্তাহে অন্য নতুন বছর উদযাপন করবেন, তাদের সবাইকে আমার এবং জিলের পক্ষ থেকে উষ্ণ শুভেচ্ছা। 

এছাড়া একই পোস্টে, কম্বোডিয়ান, লাও, বার্মিজ, নেপালি, সিংহলিজ, তামিল, থাই এবং ভিসু জনগোষ্ঠীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন বাইডেন ও জিল দম্পতি।

এর আগে , পবিত্র রমজান মাস উপলক্ষে বিশ্ব মুসলিমের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন বাইডেন। এক বিবৃতিতে তিনি জানান, জিল এবং আমি যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়ের প্রতি উষ্ণ শুভেচ্ছা এবং শুভ কামনা জানাই। রামাদান কারিম। বহু আমেরিকান রোজা রাখবেন। আমরা স্মরণ করিয়ে দিচ্ছি, এই বছরটি কতটা কঠিন ছিলো। মহামারীতে অনেক বন্ধুবান্ধব ও প্রিয়জন এখনও একত্রিত হতে পারেননি। অনেক পরিবার প্রিয়জনদের ছাড়াই ইফতার করবেন।

ইত্তেফাক/টিআর