মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘কলম্বোর চীন সমর্থিত পোর্ট সিটির জমির মালিকানা শ্রীলঙ্কা সরকারের’

আপডেট : ২১ এপ্রিল ২০২১, ০০:৫৭

কলম্বোতে অবস্থিত চীন সমর্থিত পোর্ট সিটি নিয়ে বিতর্ক ছড়িয়ে পরার মাঝেই শ্রীলঙ্কার বিচারমন্ত্রী আলী সাবরি বলেছেন, এখানকার শতভাগ জমির মালিকানা সরকারের এবং প্রকল্পটি বিশেষ আর্থিক অঞ্চলে বিনিয়োগ আনতে শুরু করা হয়েছে।

কলম্বো পেজের বরাত দিয়ে বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, গত রবিবার প্রেস ব্রিফিংয়ে আলী সাবরি বলেন, বিনিয়োগ অঞ্চলের মোট আয়তন ২৬৯ হেক্টর এবং এর মধ্যে ৯১ হেক্টর জনগণের সুবিধার্থে ব্যবহার করা হবে। প্রকল্প সংস্থাকে কোনো জমি দেওয়া হবে না।

‘আর্থিক অঞ্চলের অবশিষ্ট জমিগুলোর মধ্যে ১১৬ হেক্টর বা ৪৩ শতাংশ প্রকল্প সংস্থাকে দেওয়া হবে। কারণ, তারা ২০১৩ সালে প্রকল্পটি শুরু করেছিল এবং বন্দর নগরী উন্নয়নে ১.৪ বিলিয়ন ডলার ব্যয় করেছিল।’

তবে পুরো ১০০ শতাংশ জমিই শ্রীলঙ্কা সরকারের মালিকানাধীন। জমি অন্য কাউকে দেওয়া হয়েছে বলে যে খবর ছড়িয়েছে তা সম্পূর্ণই মিথ্যা, যোগ করেন তিনি।

ইত্তেফাক/টিএ