বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নিখোঁজ ইন্দোনেশিয়ান সাবমেরিন: অক্সিজেন আছে মাত্র ৭২ ঘন্টার

আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ১০:৩৬

নাঙ্গালা ৪০২ নামের নিখোঁজ সাবমেরিনটির অক্সিজেন ফুরোবার আগে ইন্দোনেশিয়ার হাতে সময় আছে মাত্র ৭২ ঘন্টা। দেশটির নৌবাহিনী এ তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার (২২ এপ্রিল) এ খবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। বুধবার (২১ এপ্রিল) স্থানীয় সময় ভোরের দিকে বালি দ্বীপের উত্তরে সামরিক মহড়ার সময় ৫৩ নাবিকসহ সাবমেরিনটি নিখোঁজ হয়ে যায়।

ছয়টি যুদ্ধজাহাজ, একটি হেলিকপ্টার এবং ৬০০ জন অনুসন্ধানে জড়িত আছে। সিঙ্গাপুর এবং মালয়েশিয়া জাহাজ প্রেরণ করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ফ্রান্স এবং জার্মানি সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছে। 

ইন্দোনেশিয়ার নৌবাহিনী বলেছে,  জার্মান-নির্মিত সাবমেরিনটি একটি ড্রিল চালিয়ে যাচ্ছিল তবে ফিরে রিপোর্ট করতে ব্যর্থ হয়েছে এবং যোগাযোগটি হারিয়ে গেছে। কিছু প্রতিবেদনে বলা হয়েছে, গভীর পানিতে ডুব দেওয়ার ছাড়পত্র দেওয়ার পরে সাবমেরিনের সাথে যোগাযোগ হারিয়ে ফেলেছিল।

নিখোঁজ জাহাজটি ইন্দোনেশিয়া পরিচালিত পাঁচটি সাবমেরিনের মধ্যে একটি। এটি ১৯৭০ এর দশকের শেষের দিকে তৈরি হয়েছিল। দক্ষিণ কোরিয়ায় দুই বছর ধরে রিফিট হয় এটার। এ কাজ শেষ হয় ২০১২ সালে।

ইত্তেফাক/এসএ