বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বাগদাদে মার্কিন সেনাদের বিমানঘাঁটিতে রকেট হামলা

আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ১৫:৩৭

বাগদাদ বিমানবন্দরে মার্কিন সৈন্যদের একটি ঘাঁটিতে শুক্রবার তিনটি রকেট আঘাত হেনেছে। এতে এক ইরাকি সৈন্য আহত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বার্তা সংস্থা এএফপি’র বরাতে জানা যায়, রকেটগুলো ইরাকি সৈন্যের নিয়ন্ত্রণে থাকা বিমানঘাঁটি অংশে আঘাত হানে। মার্কিন নেতৃত্বাধীন জিহাদি বিরোধী জোটের অংশ হিসেবে ওয়াশিংটনের মোতায়েন করা সৈন্যদের সাথে তারা এ ঘাঁটি শেয়ার করে।

এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে ইরাকে মার্কিন স্বার্থে এটি হচ্ছে দ্বিতীয় হামলার ঘটনা। রোববার রাজধানীর উত্তরে আরেকটি বিমানঘাঁটি লক্ষ্য করে পাঁচটি রকেট ছোড়া হয়। এতে ইরাকের তিন সৈন্য এবং বিদেশি দুই ঠিকাদার আহত হয়।

গত জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব গ্রহণের পর থেকে সৈন্য, বাগদাদ দূতাবাস বা বিদেশি বাহিনীকে দেয়া ইরাকি সরবরাহ কনভয়সহ আমেরিকান স্বার্থের বিরুদ্ধে শুক্রবারের হামলা ছিল ২৩তম। এসব হামলায় দুই আমেরিকান ও এক ইরাকি বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

ইত্তেফাক/এএইচপি