শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আফগানিস্তান ছাড়ছে মার্কিন সেনা, বহু জঙ্গি দল এখনো সক্রিয়

আপডেট : ০২ মে ২০২১, ১৩:৪৯

আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের দিকে অগ্রসর হওয়ার সঙ্গে শেষ হচ্ছে দুই দশকব্যাপী চলা একটি যুদ্ধ। কিন্তু আফগানিস্তান যাতে পশ্চিমা মাটিতে হামলার জন্য সন্ত্রাসীদের অভয়ারণ্য না হয়ে ওঠে তা ওয়াশিংটন কীভাবে নিশ্চিত করবে সেটি নিয়ে প্রশ্ন উঠেছে। শনিবার (১ মে) এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে আল অ্যারাবিয়া পোস্ট।

সেনা প্রত্যাহার হুকুমের পুরোভাগে আছে ২০২০ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যকার বিতর্কিত চুক্তি। ২০১৭ সাল থেকে সামরিক বিশ্লেষকরা আফগান সরকারের বিরুদ্ধে কাজ করছে এমন অন্তত ২০টি সন্ত্রাসী গ্রুপকে চিহ্নিত করেছে। গত কয়েক বছরেও এই সংখ্যা কমেনি।

যুক্তরাষ্ট্রের কাউন্টার টেরোরিজম প্রকল্পের জ্যেষ্ঠ পরিচালক ডক্টর হ্যানস জ্যাকব শিন্ডলার বলেন, ‘আফগানিস্তানে কয়টি জঙ্গি ভিন্ন গোষ্ঠী কাজ করে তা বের করা যতটুকু না গণনা কার্য, তারচেয়ে বেশি শিল্প। কারণ সন্ত্রাসীরা গত দুই দশকে পরিবর্তিত হওয়া, পরস্পরকে সহযোগিতা করা এবং বিচ্ছিন্ন হওয়ার প্রবণতা দেখিয়েছে। এটা পরিষ্কার যে তালেবান ছাড়াও আফগানিস্তানে বেশ কয়েকটি জঙ্গিগোষ্ঠী কাজ করছে।’

ইত্তেফাক/এসএ