শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ভারতে করোনার আরও ভয়াবহ পরিণতি বাকি: গুগল সিইও

আপডেট : ০২ মে ২০২১, ২১:০২

গুগলের চিফ এক্সিকিউটিভ সুন্দর পিচাই বলেন, ভারতে করোনভাইরাসের পরিস্থিতি ভয়াবহ এবং "সবচেয়ে খারাপ এখনও আসেনি"। আরও খারাপ সময় আসতে পারে বলে ধারণা করছেন তিনি।

পিচাই সিএনএনকে বলেন, ভারতের এই বিপর্যয়ের দিনে দেশটির স্বাস্থ্য সঙ্কট নিয়ে আমেরিকা সহ অন্যান্য দেশ যে সহযোগিতার হাত বাড়িয়েছে তা দেখে আমি বিমোহিত।  

করোনাভাইরাসের কড়ালগ্রাসে বিধ্বস্ত ভারত। হাসপাতালের শয্যা, অক্সিজেনের অভাব এবং করোনার চিকিৎসায় ব্যবহৃত জরুরি ওষুধের তীব্র সংকট দেখা গেছে দেশটিতে। করোনায় নিজের দেশের এমন ভয়ানক পরিস্থিতি দেখে মন খারাপ গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাইয়ের।

এদিকে গত শুক্রবার (৩০ এপ্রিল) মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রথম জরুরী সহায়তা সরবরাহ পেয়েছে ভারত। একটি মিলিটারি ট্রান্সপোর্ট প্লেনে করে সহায়তার এই চালান দিল্লিতে এসেছে। প্রথম চালানে ৪০০ অক্সিজেন সিলিন্ডার, ১০ লাখের কাছাকাছি করোনা ভাইরাস টেস্ট কিট এবং আরও অন্যান্য হাসপাতাল সামগ্রী। হিন্দুস্থান টাইমস।

ইত্তেফাক/এএইচপি