শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

তিন ধরনের নাগরিককে টিকা গ্রহণকারী হিসেবে দেখছে সৌদি

আপডেট : ০৩ মে ২০২১, ১৯:১৩

টিকা গ্রহণ করা নাগরিকদের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে সৌদি সরকার। সৌদি আরবের যেসব নাগরিক করোনা প্রতিরোধী টিকা নিয়েছেন তারা আগামী ১৭ মে থেকে বিদেশ সফরে যেতে পারবেন বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার বরাতে জানা যায়, সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তিন ধরনের লোককে টিকা গ্রহণকারী হিসেবে বিবেচনা করা হবে। তারা হলেন,

  • যারা করোনা টিকার দুটি ডোজই নিয়েছেন,
  • যারা ভ্রমণের ১৪ দিন আগে টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন,  
  • বিগত ছয় মাসের মধ্যে যারা করোনা সংক্রমণ থেকে সেরে উঠেছেন। 

দেশটির সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি মন্ত্রণালয়ের বিবৃতি উল্লেখ করে বলেছে, সৌদিতে ১৮ বছরের কম বয়সীদের টিকা দেয়া হচ্ছে না। কিন্তু তারাও ১৭ মে থেকে ভ্রমণ করতে পারবে। কারণ তাদের রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদিত বীমা পলিসি।

এদিকে সৌদি আরব তার স্থল, সমুদ্র ও আকাশ পথও পুনরায় খুলে দেবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। গত এক বছরেরও বেশি সময় ধরে সৌদি নাগরিকদের ওপর বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা ছিল।

ইত্তেফাক/এএইচপি