শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

লাদেনকে হত্যার অভিযানের মুহূর্ত কখনো ভোলার নয়: বাইডেন

আপডেট : ০৪ মে ২০২১, ০৯:০৪

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আল কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেনকে হত্যার অভিযানের মুহূর্ত তিনি কখনো ভুলতে পারবেন না। ২০১১ সালের ২ মে পাকিস্তানের অ্যাবোটাবাদে একটি ভবনে অভিযান চালিয়ে লাদেনকে হত্যা করে মার্কিন নেভি সিল বাহিনী।

সেই হত্যার দশ বছর পালন করেছে যুক্তরাষ্ট্র। এই দিন উপলক্ষে এক বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, আমরা বিন লাদেনকে নরকের দরজা পর্যন্ত অনুসরণ করেছি এবং তাকে ধরেছি। লাদেনকে হত্যায় গোপন অভিযানের অনুমতি দেওয়ায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশংসা করেন বাইডেন।

ইত্তেফাক/টিআর