শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

২৪ ঘণ্টা পশ্চিমবঙ্গ চালাচ্ছেন কে

আপডেট : ০৪ মে ২০২১, ১৯:৫২

তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী পদে বুধবার শপথ নেবেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে ছাড়লেন দ্বিতীয় মেয়াদের মুখ্যমন্ত্রীর পদ। মঙ্গলবার (৪ মে) রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে পদত্যাগপত্র জমা দেন মমতা।

এতে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর পদ শূন্য থাকবে ২৪ ঘণ্টা। এই ২৪ ঘণ্টা পশ্চিমবঙ্গের নেতৃত্ব দেওয়ার কথা রাজ্যপালের দেওয়ার কথা থাকলেও নতুন সরকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত মুখ্যমন্ত্রী হিসেবে মমতাকেই রাজ্যের দায়িত্ব সামলাতে বলেছেন রাজ্যপাল।

বুধবার রাজভবনে মমতার শপথ হবে বেলা ১০টা ৪৫মিনিটে। করোনা পরিস্থিতির জন্য শপথ অনুষ্ঠান অনাড়ম্বর রাখার সিদ্ধান্ত আগেই ঘোষণা করেছেন মমতা। প্রথম দফায় শুধু তাঁরই শপথ। সব কিছু ঠিকঠাক থাকলে, বাকি মন্ত্রিসভার শপথ হতে পারে রবিবার, ৯ মে। তার আগে ৬ ও ৭ মে নব-নির্বাচিতদের বিধায়ক পদে শপথ-গ্রহণ।

সোমবার সন্ধ্যায় রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীশ ধনকড়ের সঙ্গে আনুষ্ঠানিক সাক্ষাৎ করেন তৃণমূল নেত্রী। সেখানেই তিনি প্রথামাফিক দ্বিতীয় দফার সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্যপালের হাতে পদত্যাগপত্র জমা দেন।

ইত্তেফাক/এএইচপি