শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মায়া জনগোষ্ঠীর কাছে ক্ষমা চাইলেন মেক্সিকান প্রেসিডেন্ট

আপডেট : ০৫ মে ২০২১, ০৩:৫০

স্প্যানিশরা মেক্সিকো দখল করার পর থেকে পাঁচশ বছরে মায়াদের ওপর যত নিপীড়ন-নির্যাতন হয়েছে, তার জন্য জনগোষ্ঠীটির সদস্যদের কাছে ক্ষমা চেয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর। সোমবার দক্ষিণপূর্ব রাজ্যের কিন্টানা রো রাজ্যে স্পেনের মেক্সিকো দখলের ৫০০ বছর এবং মেক্সিকোর স্বাধীনতার ২০০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ক্ষমা প্রার্থনা করেন।

ওব্রাদর তার ভাষণে ১৮৪৭ থেকে ১৯০১ সাল পর্যন্ত চলা ‘কাস্ট ওয়ার’ প্রসঙ্গও টেনেছেন। ওই যুদ্ধে প্রায় আড়াই লাখ মানুষের মৃত্যু হয় বলে অনুমান গবেষকদের। মেক্সিকোতে অল্প কিছুদিনের মধ্যেই সিটি কর্পোরেশন ও পার্লামেন্ট নির্বাচন হতে যাচ্ছে। তার আগে এ ক্ষমা প্রার্থনা ভোটে প্রভাব ফেলতে পারে বলে অনুমান বিশ্লেষকদের।

ওব্রাদর বলেন, ‘স্বাধীনতার ২০০ বছরে এবং ৩০০ বছরের ঔপনিবেশিক আধিপত্যের সময়ে ব্যক্তি ও জাতীয় পর্যায়ে এবং বিদেশিরা মায়া জনগোষ্ঠীর ওপর যে ভয়াবহ নিপীড়ন-নির্যাতন চালিয়েছে তার জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমা চাইছি।’

মেক্সিকোর এই অনুষ্ঠানে গুয়াতেমালার প্রেসিডেন্ট আলেহান্দ্রো গিয়ামাতেই উপস্থিত ছিলেন। মায়া জনগোষ্ঠীকে এখনও অন্যায়, উপেক্ষার শিকার হতে হচ্ছে বলে মন্তব্যও করেছন তিনি। মেক্সিকোর স্বরাষ্ট্রমন্ত্রী ওলগা সানচেজ বলেন, ‘ইতিহাসে তাদের ওপর হওয়া অন্যায় এবং তারা এখনও যে ধরনের বৈষম্যের শিকার হচ্ছেন তার জন্য আমরা ক্ষমা চাইছি ।’

ইত্তেফাক/টিএ