বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ইউটিউব চ্যানেল খুললেন প্রিন্স উইলিয়াম ও ডাচেস কেট

আপডেট : ০৬ মে ২০২১, ১২:৪২

ব্রিটিশ রাজপুত্র প্রিন্স উইলিয়াম এবং তার স্ত্রী ডাচেস কেট উইলিয়াম যৌথভাবে তাদের প্রথম ইউটিউব চ্যানেল চালু করেছেন। উইলিয়াম ও কেট তাদের ইনস্টাগ্রাম এবং টুইটার একাউন্টে এ ঘোষণা দিয়েছেন। বুধবার (৫ মে) এ চ্যানেল চালু হয়েছে বলে জানিয়েছে ইউএসএ টুডে। প্রতিবেদনে বলা হয়, তাদের চ্যানেলের প্রথম ভিডিওটি ২৫ সেকেন্ডের।  বিভিন্ন রাজকীয় অনুষ্ঠানে উইলিয়াম ও কেটের স্মরণীয় মুহূর্তগুলোর হাইলাইটস উঠে এসেছে ভিডিওতে। 

ভিডিওটির শুরুতেই দেখা যায়, একটি কাউচে বসে এই দম্পতি পরস্পরের সঙ্গে হাসি-ঠাট্টা করছেন। উইলিয়াম হাসতে হাসতে কেটকে বলছেন, চিন্তাভাবনা করে কথা বলো, এরা সব ভিডিও করছে। কেটও হাসিমুখে উত্তর দেন, আমি জানি।

ভিডিওটি ইউটিউবে প্রকাশ করার একঘণ্টার মধ্যেই ৪০ হাজারের বেশি বার দেখা হয়েছে। একই ভিডিও তারা ইনস্টাগ্রামেও দিয়েছেন। সেখানে এটি দেখা হয়েছে এক মিলিয়নবারের বেশি। তবে তারা হঠাৎ কেন ইউটিউব চ্যানেল চালু করলেন তা নিয়ে কোনো ব্যাখ্যা দেননি। 

ইত্তেফাক/এসএ