শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ভারতের গ্রামেও ছড়িয়ে পড়েছে করোনা

আপডেট : ০৭ মে ২০২১, ০৫:০৪

ভারতে বৃহস্পতিবার করোনা ভাইরাস সংক্রমণে বৈশ্বিক রেকর্ড সৃষ্টি হয়েছে। এক দিনেই আক্রান্ত হয়েছে চার লাখের বেশি মানুষ। বাড়ছে মৃত্যুও। 

কিন্তু এরই মধ্যে আতঙ্কের বিষয় হচ্ছে, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যা অধ্যুষিত এই দেশটির গ্রাম এলাকায়ও করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। এসব এলাকায় চিকিৎসা সুবিধা অপ্রতুল বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। খবর রয়টার্সের

বৃহস্পতিবার ভারতে আক্রান্তের সংখ্যা ছিল ৪ লাখ ১২ হাজার ২৬২ জন এবং মারা গেছেন ৩ হাজার ৯৮০ জন। মোট সংক্রমিত মানুষের সংখ্যা ২ কোটি ১০ লাখের বেশি এবং মারা গেছেন ২ লাখ ৩০ হাজার ১৬৮ জন। 

তবে চিকিৎসা বিশেষজ্ঞরা জানিয়েছেন, সরকারি হিসাবের চেয়ে আক্রান্ত ও মৃতের সংখ্যা পাঁচ থেকে ১০ গুণ বেশি। ভারতে ১৩০ কোটির মধ্যে ৭০ শতাংশই বাস করে গ্রাম এলাকায়। 

মানব সানসাধান ইভাম মহিলা বিকাশ সংস্থার মাঠ পর্যায়ের সমন্বয়ক সুরেশ কুমার বলছিলেন, গ্রাম এলাকার পরিস্থিতি খুবই ভয়াবহ। উত্তর প্রদেশের প্রতি দুই বাড়ির একটিতে করোনায় মানুষ মারা যাচ্ছে। 

পর্যটন রাজ্য হিসেবে পরিচিত গোয়াতে প্রতি দুই জনে এক জন আক্রান্ত হচ্ছেন। বিভিন্ন রাজ্য করোনার বিধিনিষেধ দিলেও কেন্দ্রীয় সরকার দেশ জুড়ে লকডাউন দিতে অস্বীকৃতি জানিয়েছে।

জীবন ও মৃত্যুর সিদ্ধান্ত

দিল্লির হলি ফ্যামিলি হাসপাতালে ২৬ বছর বয়সি ছাত্র রোহান আগারওয়ালকে চিকিত্সার দায়িত্ব দেওয়া হয়েছে। সেখানে ২৭৫ প্রাপ্তবয়স্কের সুবিধা থাকলেও এখন সেখানে আছে ৩৮৫ জন। আগারওয়াল বলছেন, কে মারা যাবে এবং কে বাঁচবে সেই সিদ্ধান্ত নেন ঈশ্বর। আমরা তো দিতে পারি না, কারণ আমরা কেবলই মানুষ। কিন্তু সেই সিদ্ধান্ত আমাদের দিতে হচ্ছে।

ইত্তেফাক/জেডএইচডি