শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মোদিকে সর্বদলীয় বৈঠক করার আহ্বান সোনিয়া গান্ধীর

আপডেট : ০৮ মে ২০২১, ১১:৪৩

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করে কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী বলেছেন, ভারত আজ এমন একটি রাজনৈতিক নেতৃত্ব দ্বারা পঙ্গু হয়ে আছে যার মানুষের প্রতি কোনও সহানুভূতি নেই। মোদী সরকার আমাদের দেশের মানুষকে হতাশ করেছে। শনিবার (৮ মে) এখবর দিয়েছে ডেকান ক্রনিকল।

প্রতিবেদনে বলা হয়, কংগ্রেসের সংসদীয় দলের এক বৈঠকে এসব বলেন সোনিয়া। এসময় তিনি সরকারকে জরুরি ভিত্তিতে ভারতের কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠক করার আহ্বান জানান।

কোভিড -১৯ সংকটের অব্যবস্থাপনা নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে সরকারকে বারবার আক্রমণ করে আসছে কংগ্রেস। ওষুধ, অক্সিজেন, সিলিন্ডার, হাসপাতালের শয্যা, ভেন্টিলেটর এবং ভ্যাকসিনের গুরুতর অভাব দেশে ছড়িয়ে পড়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং এবং রাহুল গান্ধীর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা চিঠিগুলি উল্লেখ করে কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী বলেছেন, এই সমস্ত সহায়ক উদ্যোগগুলো যেন বধির কানে পড়েছিল কারণ সরকার কোনও অর্থবহ সাড়া দেয়নি। তারা এমন আচরণ অব্যাহত রেখেছে যেন তাদের একার কাছে সমস্ত উত্তর রয়েছে।

ইত্তেফাক/এসএ