শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পাকিস্তানের মাটিতে মার্কিন ঘাঁটি তৈরি হবে না

আপডেট : ১৩ মে ২০২১, ১৩:১৫

পাকিস্তানের মাটিতে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো সামরিক ঘাঁটি তৈরি হবে না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি।

তিনি বলেন, এই দেশের মাটিতে কোনো মার্কিন সেনার বুট পরবে না। পাকিস্তানে তাদের কোনো ঘাঁটিও বানানোর সুযোগ নেই। আফগানিস্তান থেকে তারা চলে যাচ্ছে। এতে দেশটিতে শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধি পাবে বলে আশা করা যাচ্ছে। পাকিস্তান সবসময় বিষয়গুলোকে সমর্থন করে।

আফগানিস্তানের পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি আরও বলেন, তাদের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত থাকবে।

আফগান সরকার এবং জনগণ যে পাকিস্তান একটি শক্তিশালী ও স্থিতিশীল আফগানিস্তান চেয়েছিল তার বাস্তবায়ন হবে। দুই দেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো বাহ্যিক শক্তি হস্তক্ষেপ করবে না।

ইত্তেফাক/টিআর