বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নিষেধাজ্ঞা সত্ত্বেও ইন্দোনেশিয়ায় চীনা শ্রমিকদের প্রবেশ

আপডেট : ১৪ মে ২০২১, ১৬:৪২

ঈদ উল-ফিতর উদযাপন করতে দেশব্যাপী আন্তঃরাষ্ট্রীয় ভ্রমণ নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ইন্দোনেশিয়ায় আগমন অব্যাহত রেখেছে চীনা শ্রমিকরা। হাজার হাজার লোককে তাদের শহরে ফিরে যাওয়ার চেষ্টা করেছে ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ।  কিন্তু চীন থেকে আসা বিদেশী কর্মীদের দেশে প্রবেশ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

দক্ষিণ চীন মর্নিং পোস্টের বরাতে জানা যায়, এই মাসের শুরুতে, চীন থেকে চার্টার ফ্লাইটে করে ইন্দোনেশিয়ার টোল রোড ও বিমানবন্দরের অবকাঠামোগত প্রকল্পগুলিতে কাজ করার জন্য ৪০০ জনেরও বেশি শ্রমিককে নিয়ে আসা হয়েছিল।

পত্রিকাটি আরো জানিয়েছে, এদের মধ্যে দুই জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। তারপর থেকেই নাগরিকদের নিষেধাজ্ঞা জারি করে দেশটি।

রবিবার একটি লিখিত বিবৃতিতে সংবাদপত্রের বরাত দিয়ে ইন্দোনেশিয়ার সংসদ সদস্য ও কর্মী নেট প্রেস্টিয়ানিকে জানিয়েছে, অবশ্যই জনগণ বিস্মিত হবে, যেখানে দেশের মানুষ কোথাও যেতে পারছে না সেখানে কিভাবে চীনা নাগরিকরা ইন্দোনেশিয়ায় প্রবেশের অনুমতি পায়।

ইত্তেফাক/এএইচপি