শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ইসরায়েল থেকে ১২০ সেনা সরিয়ে নিলো আমেরিকা

আপডেট : ১৪ মে ২০২১, ১৮:৫৩

ইহুদিবাদী ইসরায়েল থেকে ১২০ সেনা ও কয়েকজন বেসামরিক নাগরিক সরিয়ে নিয়েছে আমেরিকা। গাজাভিত্তিক প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে ইসরায়েল চলমান সামরিক সংঘাতের প্রেক্ষাপটে এ পদক্ষেপ নিলো মার্কিযুক্তরাষ্ট্র। 

গতকাল (বৃহস্পতিবার) মার্কিন সেনা সদর দফতর পেন্টাগন জানিয়েছে, ইসরাইল থেকে ১২০ জনের সেনা দলকে একটি সি-১৭ পরিবহন বিমানে করে জার্মানির মার্কিন ঘাঁটিতে ফিরিয়ে নেওয়া হয়েছে। এসব সেনা যৌথ সামরিক মহড়ার জন্য ইসরাইলে গিয়েছিল বলে জানা যায়।

পেন্টাগনের মুখপাত্র জন কিরবি জানান, মার্কিন সেনারা এরিমধ্যে জার্মানির রামস্টেইন ঘাঁটিতে পৌঁছেছে। তিনি সাংবাদিকদের জানান, ইসরাইলের মিত্রদের সঙ্গে পারমর্শের ভিত্তিতে সেনা সরিয়ে নেয়ার সিদ্ধান্ত হয়।  

এদিকে, ইসরাইল সফর না করার জন্য মার্কিন পররাষ্ট্র দপ্তর গতকাল তাদের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে। চলমান যুদ্ধপরিস্থিতির কারণে তারা এই আহ্বান জানাচ্ছে বলে পররাষ্ট্র দপ্তর উল্লেখ করেছে। পার্সটুডে।

ইত্তেফাক/এএইচপি