শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

জুন থেকে সীমান্ত খুলে দিচ্ছে আলজেরিয়া

আপডেট : ১৭ মে ২০২১, ১১:৪৫

এক বছরেরও বেশি সময় বন্ধ রাখার পর আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালুর ঘোষণা দিয়েছে আলজেরিয়া। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের লক্ষ্যে দেশটি তার সীমান্ত বন্ধ রাখে।

বার্তা সংস্থা রয়টার্সেরে বরাতে জানা যায়, রোববার কেবিনেট বৈঠক শেষে প্রেসিডেন্ট কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, আগামী ১ জুন থেকে আলজেরিয়ার স্থল ও আকাশ সীমান্ত আংশিক খুলে দেয়ার প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রীপরিষদ।

প্রস্তাবে প্রতিদিন পাঁচটি ফ্লাইট আলজেরিয়া থেকে আসা যাওয়ার পরিকল্পনার কথা তুলে ধরা হয়েছে। আলজেরিয়া করোনার সংক্রমণ ঠেকাতে ২০২০ সালের ১৭ মার্চ থেকে সীমান্ত বন্ধ রাখে।

দেশটিতে এখন পর্যন্ত করোনার আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৫ হাজার মানুষ। সুস্থ হয়েছেন ৮৭ হাজার ২৫১ জন। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ৩শ ৬৬ জন।

ইত্তেফাক/এএইচপি