শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৬৩

আপডেট : ০৮ জুন ২০২১, ১৩:৫৪

পাকিস্তানের সিন্ধু প্রদেশে দুই যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৬৩ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহতের সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১০০ জনে। গতকাল সোমবার (৭ জুন) স্থানীয় সময় ভোরে দেশটির সিন্ধু প্রদেশের ঘোটকি জেলার ধারকি শহরের কাছে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এপি।

ঘোটকি জেলার এসএসপি ওমর তোফায়েল জানান, দুর্ঘটনার পর থেকে উদ্ধার কাজ চললেও রাতে একসঙ্গে আরও ১২টি মৃতদেহ উদ্ধারের পর মোট নিহতের সংখ্যা দাঁড়ায় ৬৩ জনে।

Railway workers use crane to remove wreckage to clear the track at the site of a train collision in the Ghotki district, southern Pakistan, Tuesday, June 8, 2021. The death toll from a deadly train accident in southern Pakistan jumped to dozens on Tuesday after rescuers pulled a dozen more bodies from crumpled cars of two trains that collided on a dilapidated railway track a day ago, an official said, as rescue work continued even 24 hours after the incident to find any survivors. (AP Photo/Fareed Khan)

তিনি আরও বলেন, ‘নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আমরা আশঙ্কা করছি। কারণ ট্রেনের ভেতরে থাকা কয়েকজন পুলিশ সদস্যকে আমরা এখনও খুঁজে পাইনি।’

সাম্প্রতিক সময়ে পাকিস্তানে ট্রেন দুর্ঘটনা বেড়েই চলেছে। স্থানীয় মিডিয়ার তথ্যমতে, ২০১৩ থেকে ২০১৯ সাল পর্যন্ত বিভিন্ন ট্রেন দুর্ঘটনায় অন্তত ১৫০ জন নিহত হয়েছেন।

ইত্তেফাক/টিআর