বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

জেরুজালেমে কট্টরপন্থী ইহুদি মিছিলের অনুমতি নেতানিয়াহু সরকারের

আপডেট : ০৯ জুন ২০২১, ১৩:৫৮

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিদায়ী সরকার পূর্ব জেরুজালেমের পুরনো নগরীতে কট্টরপন্থী ইহুদিদের মিছিল করার অনুমতি দিয়েছে। সংঘর্ষের আশঙ্কায় আয়োজকরা মিছিলটি বাতিল করেছিলো। কিন্তু গতকাল মঙ্গলবার (৮ জুন) এই অনুমতি দিলো ইসরায়েলি সরকার। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইউএস নিউজ।

জানা যায়, ইসরায়েলের কয়েকটি কট্টরপন্থী ইহুদি সংগঠন পুরনো নগরীর দামেস্ক গেট থেকে মুসলিম পাড়ার ভেতর দিয়ে ‘পতাকার পদযাত্রা’ নামে এক মিছিলের আয়োজন করার উদ্যোগ নিয়েছে। আগামীকাল বৃহস্পতিবার এই মিছিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ইসরায়েলি পুলিশ অনুমতি না দেয়ায় আয়োজকরা মিছিলটি বাতিল করে। গতকাল মঙ্গলবার নেতানিয়াহুর মন্ত্রীসভার সঙ্গে এক বৈঠকের পর আগামী সপ্তাহে এই মিছিল করার অনুমতি দেওয়া হয়েছে।

Reuters

নেতানিয়াহুর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘পুলিশ ও পদযাত্রার আয়োজকদের সম্মতির ভিত্তিতে আগামী মঙ্গলবার (১৫ জুন) এই পদযাত্রা অনুষ্ঠিত হবে।’

এদিকে গাজা নিয়ন্ত্রণকারী সশস্ত্র গোষ্ঠী হামাস সোমবার হুঁশিয়ারি দিয়ে বলেছে, এই মিছিল অনুষ্ঠিত হলে আবারও সহিংসতা হতে পারে।

হামাসের পক্ষ থেকে বলা হয়, ‘আমরা আশা করি ওই মিছিলের মাধ্যমে ১০ মে এর পরিণত যেন না হয়।’

ইত্তেফাক/টিআর