শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নাইজেরিয়ায় টুইটার নিষিদ্ধ করায় ট্রাম্পের অভিনন্দন, সব দেশে বন্ধ করার আহ্বান

আপডেট : ০৯ জুন ২০২১, ২২:০০

নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহম্মু বুহারির টুইট মুছে ফেলায় দেশটিতে নিষিদ্ধ হয়েছে টুইটার। এবার এ সিদ্ধান্তের প্রশংসা করে নাইজেরিয়াকে অভিনন্দন জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি, তিনি অন্যান্য দেশকেও  টুইটার এবং ফেসবুক নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন। বুধবার (৯ জুন) এখবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, বিবৃতিতে ট্রাম্প টুইটার ও ফেসবুককে ইঙ্গিত করে প্রশ্ন তুলেছেন, তারা নিজেরাই মন্দ হলে ভাল ও মন্দের নির্দেশ দেওয়ার জন্য তারা কে? এছাড়াও এই দুইটি সামাজিক যোগাযোগমাধ্যম মুক্ত ও অবাধ বক্তব্য দিতে দেয় না উল্লেখ করে সব দেশে টুইটার ও ফেসবুক নিষিদ্ধের আহ্বান জানান ট্রাম্প।

জানুয়ারিতে মার্কিন ক্যাপিটল দাঙ্গার পরে ট্রাম্প ফেসবুক এবং টুইটার থেকে নিষিদ্ধ আছেন। তার পোস্টগুলো সহিংসতাকে উৎসাহিত করেছিল বলে অভিযোগ করা হয়। টুইটার ইতোমধ্যেই এই নিষেধাজ্ঞাকে স্থায়ী করেছে। তবে গত সপ্তাহে ফেসবুক জানিয়েছে, আগামী দুই বছর নিষিদ্ধ থাকবেন ট্রাম্প।

ইত্তেফাক/এসএ