বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কর্মীদের বাসা থেকে কাজ করার সুযোগ দিচ্ছে ফেসবুক

আপডেট : ১০ জুন ২০২১, ১৫:৪৭

করোনাভাইরাসের মহামারিতে বিশ্বব্যাপী ঘরে বসে কাজ করেছে মানুষ। সে কার্যক্রমের স্থায়ীত্ব দিচ্ছে ফেসবুক। প্রতিষ্ঠানটির কর্মীদের জন্য নতুন এক সুযোগ নিয়ে এলো তারা। ফেসবুক কর্মকর্তারা অফিসে না গিয়েও কাজ করতে পারবেন। গতকাল বুধবার (৯ জুন) এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে ফেসবুক।

জানা যায়, সিদ্ধান্তটি কার্যকর হবে আগামী ১৫ জুন। দীর্ঘদিন অফিসে না এসেও কাজ করতে পারবেন কর্মকর্তারা। এমনকি অন্যদেশে থেকেও তারা কাজ করার সুযোগ পাবেন।

Facebook remote work made permanent as offices re-open - anews

ফেসবুক কর্তৃপক্ষ জানায়, আমাদের বিশ্বাস করে কাজ সম্পাদন করাই মূল বিষয়। সেই কাজ কোন স্থান থেকে তা জরুরি নয়। আমরা চাই একজন কর্মকর্তা তার ক্যারিয়ারের সেরা সময় ফেসবুকে অতিবাহিত করুক। ঠিকভাবে কাজ করলে তার অবস্থান নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। সে চাইলে অফিসের বাইরে অন্য কোনো জায়গা থেকে দীর্ঘদিন কাজ করতে পারবেন।

করোনাভাইরাসের মহামারি সংকট কাটিয়ে ১ বছরের বেশি সময় পরে খুলেছে ফেসবুক অফিস। তবে কর্মীদের নিজ বাড়ি বা অন্য স্থান থেকে কাজ করার সুযোগ অব্যাহত রেখেছে তারা। এই সিদ্ধান্তের ফলে সামাজিক যোগাযোগমাধ্যমটি আরও বেশি কার্যকর হবে বলে আশা প্রকাশ করেছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।

ইত্তেফাক/টিআর