বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

চীনে আল্ট্রাম্যারাথন সহ-আয়োজকের আত্মহত্যা

আপডেট : ১১ জুন ২০২১, ১৪:৪৭

গত ২২ মে তারিখে চীনের গাংসুতে পাহাড়ি আল্ট্রাম্যারাথন রেসে ২১ জন দৌড়বিদ মারা গিয়েছিলেন। এই ম্যারাথনের সহ-আয়োজক লি জুয়বি সম্প্রতি আত্মহত্যা করেছেন। তিনি স্থানীয় কমিউনিস্ট পার্টির কর্মকর্তাদের সঙ্গে দেখা করার পরেই এ ঘটনা ঘটায় নানা প্রশ্ন উঠছে।

বৃহস্পতিবার (১০ জুন) এসব জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। ২২ মে'র ঘটনার তদন্ত নিয়ে গাংসু কর্তৃপক্ষ এখনো কোনো বক্তব্য দেয়নি। এমনকি মৃত দৌড়বিদদের পরিচয়ও প্রকাশ করা হয়নি।

প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে চীনের জাতীয় খেলাধুলা কর্তৃপক্ষ সব ট্রেইল দৌড় প্রতিযোগিতা বাতিল করেছে। পাশাপাশি, সেই ২১ দৌড়বিদ কেনো মারা গেলেন তা নিয়েও তদন্ত চলছে। চীনা সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবো ব্যবহারকারীরা লি জুয়বির মৃত্যু নিয়ে নানা প্রশ্ন তুলছেন। জুয়বির মৃত্যুর পর ওয়াং ফ্যান নামের এক লেখক লিখেছেন, এতে সেই ঘটনার তদন্ত থামবে না, থামবে?

ইত্তেফাক/এসএ