বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ইহুদি বসতি স্থাপন বন্ধ না করলে ইসরায়েলকে মূল্য দিতে হবে: হামাস

আপডেট : ১১ জুন ২০২১, ২১:১৪

যদি যুদ্ধবিরতি অব্যাহত রাখতে চায় তাহলে ইসরায়েলকে গাজা উপত্যকা দ্রুত সময়ের মধ্যে পুনর্গঠন করতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন হামাসের রাজনৈতিক ব্যুরোর উপ-প্রধান খলিল আল-হাইয়া। শুক্রবার (১১ জুন) আল-আকসা টিভি চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা আনাদোলু।

খলিল আল-হাইয়া বলেন, গাজার পুনর্গঠনের সাথে সম্পর্কিত হুমকিকে প্রত্যাখ্যান করেছে হামাস এবং কোনো ধরনের রাজনৈতিক আপস করা হবে না।

জেরুজালেম এবং আল-আকসা মসজিদে ইহুদি বসতি স্থাপন বন্ধ না করা পর্যন্ত ইসরায়েলকে মারাত্মক পরিণতির মুখোমুখি হতে হবে বলে হুমকি দিয়ে তিনি বলেন, যুদ্ধবিরতি নাজুক অবস্থায় রয়েছে এবং এ জাতীয় সমস্যা সমাধানের লক্ষ্যে এটি জোরদার করা গুরুত্বপূর্ণ।

হামাসের রাজনৈতিক ব্যুরোর উপ-প্রধান বলেন, একটি বিস্তৃত জাতীয় দৃষ্টিভঙ্গি এখনো স্পষ্ট হয়নি। যা ফিলিস্তিনের পক্ষে মিশরের রাজধানী কায়রোতে সংলাপ সভা স্থগিত করা আরো ভাল করে তুলবে।

ইত্তেফাক/টিএ