শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মঙ্গল থেকে সেলফি  তুলে পাঠাল চীনের মহাকাশযান ‘ঝুরং’

আপডেট : ১২ জুন ২০২১, ০২:০৫

মঙ্গল গ্রহে বিচরণ করছে চীনের রোভার ঝুরং। ইতিমধ্যে মঙ্গলের ভূপৃষ্ঠের বেশ কিছু ছবি পাঠিয়েছে এই রোভার। এবার পাঠিয়েছে একটি সেলফিও। বিবিসির খবরে এই তথ্য জানানো হয়েছে। 

ঝুরং মূলত একটি রোবট। গত মে মাসে এটি মঙ্গলের মাটিতে অবতরণ করে। সেলফি তোলার জন্য এটি একটি ওয়্যারলেস ক্যামেরা ভূমিতে রাখে, তারপর কিছুটা দূরে সরে গিয়ে একটি সেলফি তোলে।

No description available.

প্রথম ছবিতে ঝুরংয়ের ডানদিকে একটি রকেট চালিত প্ল্যাটফরম দেখা যাচ্ছে। এটি ছয় চাকার ঝুরংকে ভূমিতে ধীরে নামতে সহায়তা করেছে। প্ল্যাটফরম ও ঝুরং, দুটিতেই চীনের পতাকা চোখে পড়ছে। দ্বিতীয় ছবিতে শুধু প্ল্যাটফরমটি দেখা যাচ্ছে। এ ছবিতে ঝুরংয়ের চাকার ছাপও দেখা গেছে।

No description available.

তৃতীয় ছবিতে চোখে পড়ছে মঙ্গলের বিস্তীর্ণ দিগন্ত। এই অঞ্চলটি মঙ্গল গ্রহের উত্তর গোলার্ধের এক বিস্তীর্ণ অঞ্চল যা ইউটোপিয়া প্লানিশিয়া নামে পরিচিত।

ছবিগুলো প্রকাশ করেছে চীনের মহাকাশ এজেন্সি। চীনা বিজ্ঞানীরা আশা করছেন, রোভার ঝুরং কমপক্ষে ৯০ মঙ্গলীয় দিন তথ্য-ছবি পাঠাতে সক্ষম হবে।

ইত্তেফাক/ইউবি