শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ইসরায়েলি নৃশংসতায় ফিলিস্তিনি কিশোরের মৃত্যু

আপডেট : ১২ জুন ২০২১, ১২:৪৪

গাজায় ১১ দিন আগ্রাসনের পর হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল। কিন্তু পশ্চিম তীরে তাদের নৃশংসতা এখনও চলমান আছে। ইসরায়েলি বাহিনীর গুলিতে এক কিশোর নিহত হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

জানা যায়, বিক্ষোভরতদের ওপর ইসরায়েলি সেনাদের চালানো গুলিতে ওই কিশোর নিহত হয়েছে। প্যালেস্টিনিয়ান রেড ক্রিসেন্ট জানিয়েছে, মোহাম্মাদ সাইদ হামায়েল নামে ১৫ বছর বয়সী ওই কিশোর বেইতা এলাকায় এক বিক্ষোভের সময় নিহত হয়েছে।

নিহত কিশোর মোহাম্মাদ সাইদ হামায়েল

নিকটবর্তী এলাকায় ফিলিস্তিনের জমিতে অবৈধ ইহুদি স্থাপনা সম্প্রসারণের প্রতিবাদে জড়ো হয়েছিলো বিক্ষোভকারীরা। এরপর ইসরায়েলি বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ বেঁধে যায়। এ ঘটনায় আরও ছয় ফিলিস্তিনি আহত হয়েছে।

ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরায়েলি সেনারা বিক্ষোভকারীদের দিকে গুলি, কাঁদানে গ্যাস এবং স্টিল কোটেড রাবার পেলেট নিক্ষেপ করে। প্রসঙ্গত, বেইতায় গত কয়েক মাস ধরেই বিক্ষোভ চলছে। সেখানকার মাউন্ট সাবিহ গ্রামে ইসরায়েলি দখলদাররা চৌকি বসানোর পর এ বিক্ষোভের সূত্রপাত।

ইত্তেফাক/টিআর