বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পাকিস্তানে সরকারকে কটাক্ষ করে স্যাটায়ার

আপডেট : ১২ জুন ২০২১, ২০:৫১

পাকিস্তানের করাচিতে বাহরিয়া টাউন নামে একটি বেসরকারি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্প পরিচালকদের বিরুদ্ধে জোর করে বর্বর উপায়ে স্থানীয় গ্রামবাসীদের জমি দখলে নেওয়ার অভিযোগ আছে। উন্নয়নমূলক পরিকল্পনার আওতায় দেশটির সরকারও সিন্ধু প্রদেশে জমি দখলে নিয়েছে। এসব কাজকে কটাক্ষ করে সিআইএ ড্রোন রাখতে পাকিস্তানে বিমানঘাঁটি বানাচ্ছে এমন একটি স্যাটায়ার বা ব্যঙ্গ রচনা প্রকাশ করেছে দ্য ডিপেন্ডেন্ট।

জানা গেছে, পাকিস্তান সরকার, সিআইএ ডিরেক্টর উইলিয়াম বার্নস এবং বাহরিয়া টাউনের চেয়ারম্যান মালিক রিয়াজকে জড়িয়ে এই রচনাটি করা হয়। এটিকে সংবাদের ছোঁয়া দিতে সিআইএ ডিরেক্টরের একটি কাল্পনিক বক্তব্যও সেখানে উল্লেখ করা হয়। এমনকি এই বিমানঘাঁটির একটি বিজ্ঞাপন মালিক রিয়াজ নিজে ডিপেন্ডেন্টকে জানিয়েছেন বলেও লেখা হয়। সবই করা হয়েছে পাকিস্তান সরকারকে কটাক্ষ করে।

ইত্তেফাক/এসএ