বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

উত্তর কোরিয়ায় খাদ্য উৎপাদন ব্যাহত, উদ্বিগ্ন কিম

আপডেট : ১৬ জুন ২০২১, ১১:৪৩

টাইফুনের কারণে উত্তর কোরিয়ার খাদ্য উৎপাদন ব্যাহত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির নেতা কিম জং উন। মঙ্গলবার (১৫ জুন) দেশটির ক্ষমতাসীন দল ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটি এক সভায় বসে। সেখানেই এ আলোচনা হয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, কিম জানিয়েছেন, গত বছরের চেয়ে এবার শিল্প উৎপাদন ২৫ শতাংশ বেড়েছে। তবে বেশ কিছু প্রতিবন্ধকতার কারণে পরিকল্পনাগুলো বাস্তবায়নে দলের প্রচেষ্টায় কিছু ধারাবাহিক বিচ্যুতি ছিল।

তিনি আরো বলেন, ‘এ বছর দেশের অর্থনীতির উন্নতি হলেও খাদ্য পরিস্থিতিতে নিয়ে আমরা উদ্বিগ্ন। আমি সবাইকে এ পরিস্থিতি মোকাবিলায় ঐক্যবদ্ধ হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।’

কিম বলেন, ‘গত বছর টাইফুনের কারণে দেশের কৃষি ক্ষেত্রে ব্যাপক ক্ষতি হয়েছে। তারা খাদ্য উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি। ফলে উত্তর কোরিয়ার খাদ্য নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়েছে।’

ইত্তেফাক/এসএ