মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ভারতের কুম্ভমেলায় ‘ভুয়া’ কোভিড পরীক্ষা নিয়ে তদন্ত শুরু

আপডেট : ১৮ জুন ২০২১, ০৪:১০

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরাখণ্ডের সরকার কুম্ভমেলা চলাকালে ভুয়া কোভিড রিপোর্ট দেওয়ার অভিযোগে কয়েকটি বেসরকারি ল্যাবের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে। গোটা বিষয়টির পিছনে বিশাল প্রতারণা চক্র কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মহামারির মধ্যে কুম্ভমেলা আয়োজনের জন্য তখন সমালোচিত হয় উত্তরাখণ্ড রাজ্য সরকার। ঐ মেলায় প্রায় ২০ লাখ লোক যোগ দিয়েছিল। মেলায় আগতদের কোভিড পরীক্ষার জন্য হরিয়ানা ও দিল্লিভিত্তিক কয়েকটি বেসরকারি ল্যাবগুলোকে ভাড়া করা হয়েছিল।

কিন্তু এসব ল্যাব তাদের দৈনিক পরীক্ষার কোটা পূরণে ভুয়া কোভিড রিপোর্ট দিয়েছে। শত শত রিপোর্টে একই ফোন নম্বর ও ঠিকানা ব্যবহার করা হয়েছে। টেস্ট না করেই নেগেটিভ রিপোর্ট দেওয়া হয়েছে।

বার্তা সংস্থা এএনআইকে উত্তরাখণ্ড সরকারের মুখপাত্র সুবোধ উনিয়াল বলেছেন, হরিয়ানা ও দিল্লির ঐ ল্যাবগুলোর বিরুদ্ধে মামলা করার আদেশ দেওয়া হয়েছে। কুম্ভমেলা হিন্দুদের সবচেয়ে বড় উত্সব। সারা ভারত থেকে ও বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকেও লোকজন এ মেলায় যোগ দিতে আসেন।

ইত্তেফাক/এসআই