মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

উত্তরপ্রদেশ থেকে মৃতদেহ ভেসে এসেছে পশ্চিমবঙ্গে: মমতা

আপডেট : ২২ জুন ২০২১, ০১:৩৮

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বেশকিছু মৃতদেহ উত্তরপ্রদেশ থেকে পশ্চিমবঙ্গ রাজ্যের গঙ্গা নদীতে ভেসে এসেছে এবং জলকে দূষিত করেছে। লাশগুলো মালদা জেলায় নদীতে পড়েছিল। রাজ্য সরকার কিছু লাশের শেষকৃত্য করেছে।

সোমবার (২১ জুন) এসব জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। বঙ্গোপসাগরে পতিত হওয়ার আগে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে গঙ্গা নদী। মহামারির দ্বিতীয় তরঙ্গের মধ্যে উত্তর প্রদেশ এবং বিহারের নদীতে প্রচুর ফুলে ওঠা মৃতদেহ ভাসমান অবস্থায় পাওয়া গেছে।

 

এদিকে করোনার ভয়াবহতা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে ভারত। দৈনিক সংক্রমণ এবং মৃত্যু দুটোই পাল্লা দিয়ে কমছে। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে ৫৩ হাজার ২৫৬ জন। যা গত ৮৮ দিনের মধ্যে সর্বনিম্ন।

ইত্তেফাক/এসএ