শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘চীনা অধ্যাপকের ভুল বিচারে মার্কিন গোয়েন্দা সংস্থার বিশ্বাসযোগ্যতা চূর্ণ’

আপডেট : ২৩ জুন ২০২১, ২০:৪৩

যুক্তরাষ্ট্রে গুপ্তচরবৃত্তির অভিযোগে চীনা অধ্যাপকের ভুল বিচারের ফলে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর বিশ্বাসযোগ্যতা চূর্ণ হয়েছে বলে মন্তব্য করেছে চীন। মঙ্গলবার (২২ জুন) এখবর দিয়েছে সিফাই ডট কম।

প্রতিবেদনে বলা হয়, অধ্যাপক হু’র মামলায় ভুল বিচার হয়েছে বলে গত সপ্তাহে ঘোষণা করেছেন একজন মার্কিন বিচারক। যুক্তরাষ্ট্রের টেনেসি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের শিক্ষক ছিলেন হু। তিনি এবং তার পরিবারের বিরুদ্ধে তদন্ত শুরু হয় ২০১৮ সালে। মামলার বিচারকাজ শুরু হয় গত সাত জুন। 

ইত্তেফাক/এসএ