শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

উহান ল্যাবের বিজ্ঞানীদের নোবেল দেওয়া উচিত: চীন

আপডেট : ২৪ জুন ২০২১, ১৪:৪২

চীনের উহান ইনস্টিটিউট অফ ভাইরোলজির বিজ্ঞানীদের মেডিসিনে নোবেল দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়াং। বুধবার (২৩ জুন) এখবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। 

প্রতিবেদনে প্রকাশ, এই মুখপাত্রের বক্তব্য সমর্থন করে সমালোচনার মুখে পড়েছে চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম। লিজিয়াং জানান, উহানের বিজ্ঞানীদের দোষারোপ করার বদলে নোবেল পুরষ্কার দেওয়া উচিত। তারাই প্রথম করোনা ভাইরাসের জিনোম সিকোয়েন্স উন্মোচন করেছেন। এর অর্থ এই নয় যে উহানের ল্যাব করোনার উৎস ছিল।

সম্প্রতি উহান ল্যাবের ভাইরোলজিস্ট শি ঝেংলি এক সাক্ষাৎকারে নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছেন, করোনার উৎস এই ল্যাব নয়। অত্যন্ত ক্রোধের সঙ্গে একথা বলেন তিনি। এরপরই ঝাও লিজিয়াংয়ের মন্তব্য এলো।

ইত্তেফাক/এসএ