শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পশ্চিমবঙ্গে বিজেপির অনলাইন বৈঠকের লিঙ্ক ফাঁস, ঢুকে পড়লো বাইরের লোক

আপডেট : ২৫ জুন ২০২১, ১০:১৫

পশ্চিমবঙ্গে বিজেপির অনলাইন দলীয় বৈঠকে হঠাৎ ঢুকে পড়লেন ‘মমতা ব্যানার্জি’। পিছন পিছন ঢুকে গেল ‘জয় বাংলা’। ওই ভার্চুয়াল বৈঠকে চ্যাট বক্সে লেখা ভেসে উঠল, ‘মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ’, ‘জয় বাংলা’। হতবাক বিজেপি জানিয়েছে, কী করে এমন হলো তার তদন্ত হবে। বুধবার (২৩ জুন) সন্ধ্যায় ওই অনলাইন বৈঠক ডাকা হয়েছিল বলে শুক্রবার (২৫ জুন) জানিয়েছে আনন্দবাজার।

শেষ পর্যন্ত রাজ্য বিজেপির আইটি সেলের নেতারা বুঝতে পারেন, বৈঠকের লিঙ্ক হোয়াটসএপে ছড়াতে ছড়াতে দলের বাইরের কারও কাছে পৌঁছে গিয়েছে। আর তাতেই ঘটেছে বিপত্তি। দলের বাইরের কেউ ‘জয় বাংলা’, কেউ ‘মমতা ব্যানার্জি’ নাম নিয়ে বৈঠকে ঢুকে পড়ে আলোচনা শুনছেন। এর পর প্রযুক্তি ব্যবহার করে বহিরাগতদের বের করে দেওয়া হয়। বৈঠক অবশ্য বন্ধ হয়নি।

ওই বৈঠকের লিঙ্ক কারা পেয়েছিলেন, তা নিয়ে বিজেপির মধ্যে প্রশ্ন উঠেছে। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, ‘কী করে এমন হল, সেটা খোঁজ নিয়ে দেখতে হবে। তদন্ত হবে। আমরা জানব। তবে এর ফলে প্রশিক্ষণে কোনও সমস্যা হয়নি।’

ইত্তেফাক/এসএ