শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পুতিনের সঙ্গে সম্মেলনের উদ্যোগ নাকচ করলো ইইউ

আপডেট : ২৫ জুন ২০২১, ১২:৪০

জার্মান চ্যান্সেলর এঞ্জেলো মার্কেল জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফের সম্মেলন শুরু করার ব্যাপারে জার্মানি ও ফ্রান্সের উদ্যোগটি নাকচ করে দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। শুক্রবার (২৫ জুন) তিনি বলেছেন, ‘পুতিনের সাথে সম্মেলনের ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের আজ রাজি করানো সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে আমরা উচ্চ পর্যায়ে দ্রুত আলোচনা করবো।’

গত সপ্তাহে জেনেভায় পুতিনের সাথে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সম্মেলনের প্রেক্ষাপটে বার্লিন ও প্যারিস একতরফাভাবে রাশিয়ার সঙ্গে ফের আলোচনা শুরু করার প্রস্তাব দেয়। ইউরোপীয় ইউনিয়নের অনেক সদস্য দেশ বিশেষ করে পূর্ব ইউরোপের দেশগুলো এমন প্রস্তাবের বিরোধিতা করে। রাশিয়ার আগ্রাসী মনোভাব পরিবর্তনের আগে ক্রেমলিনের সাথে ফলপ্রসু আলোচনার বিষয়ে তারা অত্যন্ত সতর্ক রয়েছে।

তবে বৃহস্পতিবার মস্কো জানিয়েছে, এমন প্রস্তাবের প্রতি পুতিনের ‘সমর্থন’ রয়েছে। রাশিয়া ক্রিমিয়া দখল করার পর ২০১৪ সালে ইউরোপীয় ইউনিয়নের সাথে দেশটির সম্পর্কের অবনতি ঘটে। ২০১৪ সালের গোড়ার দিকে ইউরোপীয় ইউনিয়নের প্রধান গণের ও পুতিনের মধ্যে সর্বশেষ সম্মেলন হয়। তবে ক্রেমলিনের এ নেতা স্বতন্ত্র দেশগুলোর সাথে দ্বিপাক্ষিক চুক্তি করতে পছন্দ করেন। সূত্র: বাসস

ইত্তেফাক/এসএ