মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

৫০ হাজার আফগানকে সরাচ্ছে যুক্তরাষ্ট্র

আপডেট : ২৫ জুন ২০২১, ১৮:৩২

আগামী সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান ছাড়ার কথা মার্কিন সেনাদের। গত মে মাস থেকেই সেই প্রক্রিয়া শুরু হয়েছে। একই সঙ্গে গত ২০ বছর ধরে মার্কিন সামরিক বাহিনীর জন্য কাজ করেছেন, এমন হাজার হাজার আফগানকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র সরকার। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে এ বলা হয়, এক অনলাইন প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনায় মার্কিন সেনাদের বিভিন্ন কার্যক্রমে যুক্ত ৫০ হাজার আফগান নাগরিককে সরিয়ে নেওয়া হতে পারে। এসব আফগান যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে অবস্থান করছে। মার্কিন সামরিক বাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তারা জানিয়েছেন।

U.S. to evacuate some Afghans who helped troops before withdrawal - Axios

জানা যায়, যেসব আফগান দোভাষী যুক্তরাষ্ট্রের হয়ে কাজ করেছেন তারা বর্তমানে তালেবানের প্রতিশোধের শঙ্কায় ভুগছেন। মার্কিন সেনারা দীর্ঘদিন ধরে তাদের সাহায্য নিয়েই অভিযান পরিচালনা করেছে। তাই সেসব আফগানদের রক্ষা করতেই ওয়াশিংটন এমন পরিকল্পনা হাতে নিয়েছে।

ইতিমধ্যে ১৮ হাজার আফগান যুক্তরাষ্ট্রের ভিসা পেতে আবেদন করেছেন। তবে প্রক্রিয়াটি দীর্ঘ হওয়ায় বিলম্ব ঘটছে। আগামী সেপ্টেম্বরের আগে তাদের অন্যান্য দেশে সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। যেখানে তাদের আবেদনগুলো নিরাপদে চূড়ান্ত করা যেতে পারে।

গতকাল বৃহস্পতিবার (২৪) হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‌‘যারা আমাদের সহায়তা করেছেন তাদের একা ছেড়ে আসা হবে না। অন্য অনেকের মতো তারাও জীবন বাজি রেখে আমাদের সাহায্য করেছেন। আমরাও তাদেরকে এখানে স্বাগত জানাই।’

এদিকে মার্কিন সেনা প্রত্যাহারের আগে যুক্তরাষ্ট্রে গেছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি। শুক্রবার হোয়াইট হাউসে বাইডেন ও তার মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছেন। তারা আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি ও পরবর্তী করণীয় নিয়ে আলোচনা করবেন।

ইত্তেফাক/টিআর