শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আফগানিস্তানে ১৩০ তালেবানের আত্মসমর্পণ 

আপডেট : ২৫ জুন ২০২১, ১৯:০৭

আফগানিস্তানে ১৩০ জন তালেবান যোদ্ধা আত্মসমর্পণ করেছেন বলে জানিয়েছে দেশটির গোয়েন্দা বিভাগ। আত্মসমর্পণ করা যোদ্ধারা এ সময় ৮৫টি একে-৪৭ জমা দিয়েছেন।

বার্তা সংস্থা সিনহুয়ার বরাতে জানা যায়, আফগান গোয়েন্দা সংস্থা ‘ন্যাশনাল ডিরেক্টরেট অব সিকিউরিটি’র মুখপাত্র জিলানি ফরহাদ বলেছেন, জঙ্গিদের আত্মসমর্পণ নিরাপত্তারক্ষীদের অনেক বড় সাফল্য। এর ফলে হেরাত প্রদেশে দ্রুত শান্তি ও স্থিতাবস্থা ফিরবে।

130 Taliban militants surrender in Afghanistan 

এদিকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হওয়ার পর থেকে আক্রমণ বাড়িয়েছে তালেবান। গত কয়েক সপ্তাহে অন্তত ৫০টি জেলার দখল নিয়েছে তারা। সম্প্রতি তাজিকিস্তানের সংগে দেশটির প্রধান সীমান্তের দখল নেয় গোষ্ঠীটি।

সামরিক বিশেষজ্ঞরা বলছেন, প্রদেশগুলোর রাজধানীর আশেপাশের জেলাগুলো দখল করে নিচ্ছে তালেবান। মার্কিন সেনা প্রত্যাহার শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তারা প্রাদেশিক রাজধানীগুলো দখলে নেওয়ার চেষ্টা করবে।

Unbeatable: Social Resources, Military Adaptation, and the Afghan Taliban -  Texas National Security Review

আফগানিস্তান থেকে আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে সব মার্কিন সেনা প্রত্যাহার করার কথা। গত ১ মে থেকে সেনা প্রত্যাহার জোরেসোরে শুরু করে যুক্তরাষ্ট্র। ইতিমধ্যে অর্ধেকের বেশি সেনা ফিরিয়ে নেওয়া হয়েছে।

ইত্তেফাক/এএইচপি