শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নিজেদের কোম্পানিকে কালো তালিকাভুক্ত

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে চীন

আপডেট : ১২ জুলাই ২০২১, ০২:০৬

চীনের ২৩টি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। চীনে মানবাধিকার লঙ্ঘন এবং সামরিক বাহিনীর সঙ্গে এসব প্রতিষ্ঠানের যুক্ত থাকার অভিযোগে কালো তালিকাভুক্ত করা হয়। চীনও এর বিরুদ্ধে পালটা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। খবর রয়টার্সের।

মার্কিন বাণিজ্য বিভাগ শুক্রবার জানায়, চীনা কোম্পানিগুলো আন্তর্জাতিক অর্থনীতি ও বাণিজ্য নীতির লঙ্ঘন ঘটিয়েছে এবং নিপীড়ন চালিয়েছে। জিনজিয়াংয়ে উইঘুর মুসলিম ও কাজাখদের ওপর নিপীড়ন, গণহারে আটক ও নজরদারির সঙ্গে এসব কোম্পানি জড়িত।

China sends out a 'caution' warning to G7 nations - Goa Chronicle

পাঁচটি প্রতিষ্ঠান চীনা সামরিক বাহিনীর আধুনিকায়নে কাজ করছে। চারটি কোম্পানি রপ্তানি নীতি লঙ্ঘন করেছে। তাই যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে তাদের কালো তালিকাভুক্ত করা হয়েছে। বেইজিং এসব অভিযোগ অস্বীকার করেছে। বিদেশি কোম্পানিকে মার্কিন পণ্য আনা-নেওয়ার ক্ষেত্রে মার্কিন বাণিজ্য বিভাগ থেকে অনুমোদন নেওয়া লাগে ও কঠোর নীতি মেনে চলতে হয়।

চীনা সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, বেইজিংয়ের স্বার্থ রক্ষায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেও পালটা ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/টিআর