শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সাইবেরিয়ায় রাশিয়ার নিখোঁজ যাত্রীবাহী বিমানের সবাই বেঁচে আছেন

আপডেট : ১৬ জুলাই ২০২১, ১৮:৪১

সাইবেরিয়ার শহর টমস্কের বাইরে রাশিয়ার একটি যাত্রীবাহী বিমান রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে নিখোঁজ হওয়ার পর আবারও ফিরে এসেছে। এটি রানওয়েতে নিরাপদে অবতরণ করেছে এবং সকল যাত্রী বেঁচে আছেন। আজ শুক্রবার (১৬ জুলাই) এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

তথ্যটি নিশ্চিত করে দেশটির জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার আন্তোনভ আন-২৮ বিমানটিতে মোট ১৯ জন যাত্রী ছিলেন এবং সবাই বেঁচে আছে।

এর আগে এসআইএলএর দ্বারা পরিচালিত ফ্লাইটটি টমস্ক অঞ্চলের কেদারোভি শহর থেকে আঞ্চলিক রাজধানীতে যাওয়ার সময় রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে নিখোঁজ হয়ে যায়। পরে এটিকে খুঁজতে হেলিকপ্টার পাঠানো হয়।

ইত্তেফাক/টিএ