শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পাকিস্তানে বিস্ফোরণে নিজ দেশের নাগরিক নিহতের ঘটনায় তদন্ত করবে চীন

আপডেট : ১৭ জুলাই ২০২১, ১৩:৪৩

পাকিস্তানের উত্তরাঞ্চলে ভয়াবহ বিস্ফোরণে নয় চীনা নাগরিক নিহতের ঘটনায় তদন্ত করার পদক্ষেপ নিয়েছে চীন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

গত বুধবার (১৪ জুলাই) একটি বাসে ঘটা এই বিস্ফোরণে নিহতদের মধ্যে অন্তত ৯ চীনা নাগরিকসহ ১৩ জন নিহত।

দেশটির সরকারি এক সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, বিস্ফোরণের পর বাসটি একটি গভীর খাদে পড়ে যায় এবং এতে এর ক্ষয়ক্ষতি হয়। এখনো একজন চীনা ইঞ্জিনিয়ার এবং একজন সৈনিক নিখোঁজ রয়েছেন। ইতোমধ্যে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। আহতদের উদ্ধারে ঘটনাস্থলে এয়ার অ্যাম্বুলেন্স নিয়োজিত আছে।

পাকিস্তানে বিস্ফোরণ, ৬ চীনা নাগরিকসহ নিহত ১০

এই ঘটনার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান জানান, চীন থেকে একটি বিশেষ তদন্ত দল পাঠানো হবে পাকিস্তানে। সেখানে তারা পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে ঘটনার রহস্য উদ্ঘাটন করবে।

বিস্ফোরণের পর পাকিস্তানে অবস্থানরত চীনা নাগরিকদের মধ্যে দেখা দিয়েছে আতংক।

পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ফাওয়াদ আহমেদ চৌধুরী জানান, প্রাথমিক তদন্তে বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। এই ঘটনায় উগ্রবাদী সন্ত্রাসী কার্যক্রমকে হেলাফেলা করা যাবেনা। তবে প্রধানমন্ত্রী ইমরান খান ব্যক্তিগতভাবে এই ঘটনার তদন্ত পর্যবেক্ষণ করছেন। চীনা দূতাবাসের সঙ্গে সরকারের নীবিড় যোগাযোগ অব্যাহত আছে। আমরা একতাবদ্ধভাবে সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করে যাবো।

ইত্তেফাক/টিআর