শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

প্রবল বৃষ্টিতে মুম্বাইয়ে ভবন ধস, নিহত বেড়ে ২০

আপডেট : ১৮ জুলাই ২০২১, ১২:৫৮

প্রবল বৃষ্টিপাতে ভারতের মুম্বাইয়ের চিম্বুর ও বিক্রোলি এলাকায় আবাসিক দুটি ভবন ধসে পড়েছে। এতে এখন পর্যন্ত কমপক্ষে ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার কাজ এখনো অব্যাহত রয়েছে। গতকাল শনিবার রাতে শুরু হওয়া বৃষ্টি আজ রবিবারও না থামায় পুরো শহরে সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন।

মুম্বাইয়ের পৌর কর্মকর্তাদের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, রবিবার (১৮ জুলাই) সকালে শহরের বিক্রোলির সূর্যনগর এলাকায় একটি আবাসিক ভবন ধসে পড়ে। সেখান থেকে নয়জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

এছাড়া শহরের চিম্বুরের ভরত নগর এলাকায় আরও একটি ভবন ধসে পড়ে। সেখান থেকে জীবিত উদ্ধার করা হয়েছে ১৫ জনকে।

উদ্ধারকারী কর্মকর্তারা জানান, আহতদের তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালগুলোতে পাঠানো হচ্ছে। আরও অনেকে আটকা পড়ে থাকতে পারেন। সেই শঙ্কায় উদ্ধার কাজ এখনো অব্যাহত রয়েছে।

জানা গেছে, গতকাল রাত আটটা থেকে দিবাগত রাত দুইটা পর্যন্ত মুম্বাইয়ে ১৫৬ দশমিক ৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। অনেক এলাকাতেই জলাবদ্ধতা দেখা দিয়েছে এবং বন্ধ হয়ে গেছে রেল যোগাযোগ।

ইত্তেফাক/টিএ