শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ফের করোনায় আক্রান্তের শঙ্কা বরিস জনসনের 

আপডেট : ১৮ জুলাই ২০২১, ১৮:৩১

করোনাভাইরাসের দুই ডোজ ভ্যাকসিন নিয়েও করোনায় আক্রান্ত হলেন ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ। তার দেহে করোনার মৃদু উপসর্গ ধরা পড়েছে। আর তাতেই দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসনের এ রোগে ফের আক্রান্তের শঙ্কা দেখা দিয়েছে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বরাতে জানা যায়, স্থানীয় সময় শনিবার রাতে পিসিআর টেস্টের পর তার করোনা সংক্রমণের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সাজিদ জাভিদ নিজেই এ বিষয়টি জানিয়েছেন।

 

এদিকে, ব্রিটেনের প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ ডাউনিং স্ট্রিটের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে স্কাই নিউজকে জানিয়েছেন, শুক্রবার ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে সাক্ষাৎ ও বৈঠক করেছিলেন সাজিদ জাভিদ।

ওই কর্মকর্তা বলেন, ‘প্রধানমন্ত্রী ইতোমধ্যে পিসিআর টেস্ট করাতে দিয়েছেন। টেস্টের ফলাফল আসার পর বোঝা যাবে তিনি ঝুঁকিমুক্ত কিনা।’

‘ফলাফল আসার আগ পর্যন্ত তিনি আইসোলেশনে যাবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। তবে, ফলাফল আসার আগ পর্যন্ত খুব জরুরি সরকারি কাজ ছাড়া অন্য কোনো কাজে তিনি অংশ নেবেন না বলেও জানিয়েছেন।’

ইত্তেফাক/এএইচপি