বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সারা বিশ্বে পালিত হলো মাস্ক সপ্তাহ

আপডেট : ১৯ জুলাই ২০২১, ০২:১৭

করোনা ভাইরাস প্রতিরোধে সারা বিশ্বে মাস্ক সপ্তাহ পালিত হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে এ লক্ষ্যে নানা সংগঠন তাদের প্রচারণা অব্যাহত রেখেছে। জাতিসংঘের সহযোগী সংস্থা ইউনিসেফ সবার মাঝে সচেতনতা বাড়াতে মাস্ক সপ্তাহ পালন করে। গত ১২ জুলাই থেকে গতকাল রবিবার পর্যন্ত সংস্থাটি এ কার্যক্রম অব্যাহত রাখে। এটি তাদের বিশ্বব্যাপী প্রচারণার একটি অংশ।

গ্লোবাল সংস্থা পেনডেমিক অ্যাকশন নেটওয়ার্ক, আফ্রিকা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন, আফ্রিকান ইউনিয়ন এবং ৫০টি বৈশ্বিক এবং স্থানীয় সংগঠন মাস্ক সপ্তাহ পালনে সহায়তা করেছে। গত বছর মাস্ক সপ্তাহ মোট ১১৭টি দেশে পালিত হয়। পেনডেমিক অ্যাকশন নেটওয়ার্কের সহ-প্রতিষ্ঠাতা অ্যালোইচ টড বলেছেন, করোনা সংক্রমণ ঠেকাতে মাস্ক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশ্বব্যাপী মানুষকে সচেতন করতে এ প্রচারণা খুবই গুরুত্বপূর্ণ।

World Mask Week - TAKE ACTION! - Pandemic Action Network

মাস্ক সপ্তাহ পালনের জন্য ইউনিসেফ একটি অভিনব পন্থা অবলম্বন করেছে। সংস্থার বাংলাদেশ অফিসের অফিশিয়াল ফেসবুক পেজে মাস্ক পরা উদ্বুদ্ধ করতে বিভিন্ন বয়সের নাগরিকদের মাস্ক পরা ছবি আপলোড করেছে।

ইত্তেফাক/টিআর